জীবনে সফলতার ৭ মন্ত্র

|

* স্বপ্ন পূরণ : স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরণে কাজ করেন কজন? নিজেকে তাই কোন দলে ফেলবেন? স্বপ্ন-বিলাসী নাকি সফল ব্যক্তিত্ব?

* আমার জীবন : আরে, এটা তো আমার জীবন! আর আমার জীবন কি আমি সুন্দর করে সাজাব না? কী ভাবছেন? সিদ্ধান্ত আপনার! আর উপায়? উত্তর- পরিশ্রম!

* অনুশীলন : জেনে আর শিখে কজন জন্মায়? আপনার সফল হওয়ার উত্তর তো এখানেই- জেনে রাখুন, অনুশীলন মানুষকে যোগ্য করে তোলে।

* বিশ্বাস : মন থেকে বিশ্বাস করতে হবে- আপনি পারবেন। ‘মনে হয় পারব’ থেকেও শক্তিশালী ‘আমি বিশ্বাস করি, আমি পারব’।

* পারবই : আমি পারব- না পারার তো কারণ দেখি না। সত্যিই তো, কোনো কারণ দেখাতে পারবেন না পারার?

* করবই : করব, করেছিলাম, দেখা যাক- অবান্তর এমন সব অতীত, ভবিষ্যৎদ্রষ্টা কথা ত্যাগ করুন। সরাসরি স্পষ্ট ভাষায় বলুন- আমি করছি, সফল হব কিনা সেটা পরের কথা।

* করে দেখাবই : সবাই সফল হয়ে গেছে? আচ্ছা, আপনিও হবেন। কারণ সফল না হওয়া পর্যন্ত তো আপনি থামবেন না। তাই না?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply