করোনা: আগামী ১ বছর ৩০ শতাংশ বেতন কম নিবে ভারতের সাংসদরা

|

করোনা সংকট সামাল দিতে ৩০ শতাংশ বেতন কম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাংসদরা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছে সরকার।

আগামী এক বছর পর্যন্ত বেতন কম নেবেন তারা। বাকি অর্থ চলে যাবে প্রধানমন্ত্রীর তহবিলে। পাশাপাশি, পরবর্তী ২ বছরের জন্য সাংসদ তহবিল বাতিলেরও সিদ্ধান্ত হয়েছে। ওই তহবিলের ৭ হাজার ৯শ’ কোটি টাকাও চলে যাবে প্রধানমন্ত্রীর তহবিলে।

করোনাভাইরাসের প্রভাবে দেশের অর্থনৈতিক বিপর্যয় প্রতিরোধেই এ সিদ্ধান্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply