পাথরঘাটায় হাঁচি কাশি ও জ্বর নিয়ে দুইজন আইসোলেশনে

|

বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় হাঁচি কাশি ও জ্বরসহ করোনা উপসর্গ দেখায় দুইজনকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ বুধবার নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আরাফাত রহমান।

পাথরঘাটা থানার সূত্রে জানা যায়, চট্টগ্রাম ও ঢাকার নারায়ণগঞ্জ থেকে পাথরঘাটায় হাঁচি সর্দি ও জ্বর নিয়ে শহরে ঘোরাঘুরি করার অভিযোগে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নিয়ে আমরা তাৎক্ষণিক আইসোলেশনে রাখে। যাতে করে এলাকায় আতঙ্ক না ছড়ায়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে একজন নারী ও একজন পুরুষকে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন চট্টগ্রাম থেকে অন্যজন ঢাকার নারায়ণগঞ্জ থেকে এসেছে। দুজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply