কেরানিগঞ্জ থেকে ট্রাক যোগে কুড়িগ্রাম, ৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

|

কুড়িগ্রাম প্রতিনিধি
ঢাকার কেরানিগঞ্জ থেকে মঙ্গলবার ট্রাক যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় আসা ৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে।

পুলিশ জানায়, এসব লোক কেরানিগঞ্জে ইটখোলায় কাজ করতো। তারা সেখান থেকে ট্রাক যোগে বাড়িতে আসার সময় কুড়িগ্রামের ধরলা ব্রিজের নিকট আটক হয়। পরে তাদের পুলিশ পাহারায় কচাকাটা থানার কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে আনা হয়। করোনা সংক্রমণ ঠেকাতে এদের সবাইকে বিদ্যালয়টিতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদের বাড়ি কচাকাটা থানার কেদার ও কচাকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। কোয়ারেন্টাইনে রাখার সময় স্বাস্থ্য উপসহকারীগণ সকলের স্বাস্থ্য পরীক্ষা করেন।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহম্মেদ মাছুম জানান, সকল নিয়ম কানুন মেনে এবং সকলের খাবার দাবারের ব্যবস্থা করে প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply