ডিলারের শ্বশুর বাড়ি থেকে সরকারি ১৭০ বস্তা চাল উদ্ধার

|

নওগাঁয় একটি বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ওএমএস কার্যক্রমের ১৭০ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

রাতে সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামে অভিযান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় স্থানীয় ওএমএস এর ডিলার আবু সাঈদের শ্বশুর বাড়িতে ১৭০ বস্তা সরকারি কার্যক্রমের চাল পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকারী খাদ্যগুদাম থেকে চালগুলো সংগ্রহ করে আবু সাঈদ। গরীব অসহায় মানুষের মাঝে বিক্রি না করে তিনি সেগুলো তার শ্বশুর বাড়িতে কালো বাজারে বিক্রির জন্য মজুত করে রেখেছিলো। অভিযান টের পেয়ে সাঈদ ও তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply