রামগঞ্জে চিকিৎসকসহ ৫ জনের করোনা শনাক্ত

|

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসকসহ ৫ কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ বলে জানিয়েছেন সিভিল সার্জন।

সিভিল সার্জন ডা. আব্দুল গফফার জানান, গতরাতে নমুনা পরীক্ষার পর, করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাদের সবাইকে রামগঞ্জ ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আক্রান্তদের ঢাকায় পাঠানো হবে বলেও জানান সিভিল সার্জন।

এর আগে তাদের স্বজনরা নারায়নগঞ্জ থেকে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি নিয়ে বাড়িতে আসেন বলে জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply