পঁচা কলা কুড়িয়ে খাচ্ছে ক্ষুধার্ত শ্রমিকরা

|

ক্ষুধার্ত বিদেশি শ্রমিকরা শেষকৃত্য সারতে আসা মৃতের পরিজনদের উচ্ছিষ্ট পঁচা কলা বেছে বেছে নিয়ে যাচ্ছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, স্তূপ হয়ে পড়ে থাকা কলা তারা কুড়িয়ে খাচ্ছেন।

ভারতে টানা ৪০ দিনের লকডাউন চলছে। এ সময় মানুষ কতটা ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে, তার প্রতিচ্ছবি হয়ে উঠেছে এমন দৃশ্য।

সম্প্রতি ভাইরাল হওয়া রাজধানীর নিগমবোধ ঘাটের কাছের একটি শ্মশানের ছবিতে এ চিত্র ফুটে উঠেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের লকডাউন ঘোষণা করতেই দুর্বিষহ হয়ে ওঠে শ্রমিকদের জীবন।-খবর এনডিটিভির

তার পর আরও ১৯ দিনের জন্য বাড়ল লকডাউনের মেয়াদ। কাজ হারিয়ে, অস্থায়ী বাসস্থান খুইয়ে দিশেহারা হয়ে উঠেছেন শ্রমিকরা।

ওদের কাছে মাথা গোঁজার জন্য বাড়ি নেই, রোজগারের জন্য কাজ নেই, খাবার জন্য অন্ন নেই। আরও অনিশ্চিত হয়ে পড়েছে জীবন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply