টাঙ্গাইলে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৬ দোকানদারকে জরিমানা

|

টাঙ্গাইল প্রতিনিধি:

করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার নির্ধারিত সময়ের পরেও মুদি দোকান সহ অন্যান্য দোকান খোলা রাখার অভিযোগে ১৬ দোকানদারকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার ছয়আনী বাজার, বউ বাজার, বাজিতপুর বাজার এবং করোটিয়া বাজারে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে বিকেল ৫ টার পর ওধুদের দোকান ব্যতীত সব ধরনের দোকান বন্ধের নির্দেশনা রয়েছে। কিন্তু সেই নির্দেশনা অমান্য করায় ১৬ দোকানদারকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply