রাশিয়ায় করোনায় আক্রান্তের রেকর্ড

|

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ছয় হাজার ৬০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রোববার পর্যন্ত দেশটিতে মোট ৪২ হাজার ৮৫৩ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।

রুশ করোনাভাইরাস রেসপন্স সেন্টারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

চলতি মাস থেকে রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে। যদিও পশ্চিম ইউরোপীয় দেশগুলোর তুলনায় তা নিতান্তই কম।

আর যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে এক হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার পর্যন্ত এই বৈশ্বিক মহামারীতে দেশটিতে ৩৮ হাজার ৬৬৪ জন মারা গেছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জরিপে এমন খবর জানা গেছে।-খবর এনডিটিভির

ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাত লাখ ৩২ হাজার ১৯৭ লোক আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বের যে কোনো দেশের তুলনায় শীর্ষে রয়েছে দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply