মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করতে কলকাতা পৌরসভাকে প্রস্তাব

|

মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করতে কলকাতা পৌরসভাকে প্রস্তাব দিল শহরের গার্ডেনরিচ এলাকায় অবস্থিত বাঙ্গালী বাজার মসজিদ কমিটি। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বাংলা’র।

মসজিদ কমিটি জানায়, পবিত্র রমজান মাসে সামাজিক স্বার্থে মসজিদের তৃতীয় তলা কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করতে কলকাতা পৌরসভাকে প্রস্তাব দেয়া হয়েছে। সেখানে প্রায় ৬ হাজার বর্গফুট জায়াগা রয়েছে।

এরআগে কলকাতা পৌরসভা জানায়, সংক্রমণ বাড়ার কারণে ক্রমশই কোয়ারেন্টাইন সেন্টার ও বেডের সংখ্যা কমছে। ফলে রাজ্যের স্বরাষ্ট্র দফতর গার্ডেনরিচের একটা অংশকে কন্টেইনমেন্ট জোনের তালিকাভুক্ত করেছে।

বাঙ্গালী বাজার মসজিদ কমিটির ইমাম মাওলানা কারি মহম্মদ রাজবি বলেন, ‘‘ রাজ্য সরকার কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নতুন জায়াগা চাওয়াতে আমরা আমাদের মসজিদের তৃতীয় তলা কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেই। সেখানে সবধরণের ব্যবস্থা রয়েছে।’’

মসজিদ কমিটির দাবি, “যেহেতু সামাজিক দুরত্ব বজার রাখার স্বার্থে মসজিদে এখন নামাজের জামান হচ্ছে না সেহতেু স্থানীয়দের অনুমতি নিয়েই এই প্রস্তাব দেওয়া হয়েছে। সকলেই এই মহৎ উদ্দেশ্যকে সমর্থন করেছেন।”

কলকাতা পৌরসভা কর্তৃপক্ষ জানায়, মসজিদ কমিটির এই অবস্থানে তারা কৃতজ্ঞ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply