ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মনজুর শাহরিয়ার করোনা আক্রান্ত

|

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মনজুর শাহরিয়ার করোনা আক্রান্ত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

ভোক্তার অধিকার সংরক্ষণে অভিযান পরিচালনা করে গিয়ে দেশজুড়ে আলোচনায় আসা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত দুদিন ধরে জ্বর অনুভব করায় আজ বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে নমুনা পরীক্ষা দিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনা পজেটিভ।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার অভিযান পরিচালনার সময় হঠাৎ গলা ব্যথা শুরু হয়। মঙ্গলবার থেকে শুরু হয় জ্বর। করোনার উপসর্গের কথা চিন্তা করে সকালে স্কয়ার হাসপাতালে গিয় নমুনা পরীক্ষা দিয়ে আসি। সন্ধ্যায় জানানো হয়েছে, আমি করোনা পজেটিভ। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিতই বাজার অভিযান পরিচালনা করতেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply