চট্টগ্রামে লকডাউন উপেক্ষা করে ৫০০ লোকের জন্য শ্রাদ্ধের আয়োজন

|

শ্রাদ্ধের আয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম ব্যুরো:

লকডাউন অমান্য করে চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রাদ্ধের আয়োজনের অভিযোগে এক পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে শ্রাদ্ধের তৈরি খাবার দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়।

রোববার দুপুরে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান, প্রায় ৫০০ মানুষের খাবার আয়োজন করে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করছিলেন জৈষ্ঠ্যপুরা গ্রামের উত্তম চৌধুরী। নিষেধাজ্ঞা অমান্য করে এত লোক সমাগমের বিষয়ে ম্যাজিস্ট্রেট জানতে চাইলে তিনি অপরাধ স্বীকার করে নেন।

এরপর আয়োজক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের কারণে বেঁচে যাওয়া ২৫০ জনের খাবার আশপাশের গরিব ও প্রতিবেশীদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন সেনা সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply