মৃত্যুর ১৫ দিন পর সমাহিত করা হলো ফ্লয়েডকে

|

মৃত্যুর ১৫ দিন পর সমাহিত করা হলো পুলিশের নির্যাতনে নিহত মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে। জন্মস্থান টেক্সাসের হিউস্টনে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

মঙ্গলবার ৪৬ বছর বয়সী ফ্লয়েডের শেষবিদায়ে উপস্থিত হন হাজারও মানুষ। শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, অধিকারকর্মী, তারকাসহ প্রায় ৫শ’ পরিচিত মুখ। এসময় তারা দাবি জানান, যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের অবসান ঘটিয়ে জাতিগত ন্যায়বিচার প্রতিষ্ঠার।

গির্জায় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সেরে ফ্লয়েডের মরদেহ নেয়া হয় হিউস্টন মেমোরিয়াল গার্ডেনে। ২৫ মে, মিনেসোটার মিনেপোলিসে পুলিশের পায়ের চাপায় শ্বাসরোধ হয়ে মারা যান ফ্লয়েড। হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হলে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় যুক্তরাষ্ট্রে। পরে যা রূপ নেয় বর্ণবাদবিরোধী আন্দোলনে; ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply