সাধারণের চিকিৎসা নিশ্চিত করতে হাইকোর্টে চার আইনজীবীর রিট

|

করোনা পরিস্থিতির মধ্যেও সকল হাসপাতাল-ক্লিনিকে আগত সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সেইসাথে রিটে সরকারি নির্দেশনা না মেনে করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

শনিবার ইমেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের চার আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন। তারা হলেন, অ্যাডভোকেট এএম জামিউল হক, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply