২৪ দিন পর আবার নিউজিল্যান্ডে দু’জনের দেহে করোনা শনাক্ত

|

টানা ২৪ দিন করোনামুক্ত থাকার পর, নিউজিল্যান্ডে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’জনের দেহে। আক্রান্তরা একই পরিবারের সদস্য। সম্প্রতি যুক্তরাজ্য সফর করে দেশে ফেরেন তারা। থাকেননি কোয়ারেন্টাইনে।

গেল ৮ জুন হাসপাতালে চিকিৎসাধীন শেষ রোগীরও সুস্থ হয়ে বাড়ি ফেরে। এর আগে ১৭ দিনে দেশটিতে নতুন করে একজনও আক্রান্ত হননি কোভিড নাইনটিনে। পরিস্থিতি ভালোর দিকে বলে শারীরিক দূরত্বের বিধিনিষেধ শিথিলের পাশাপাশি খুলে দেয়া হয় অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। যদিও বন্ধ রয়েছে সীমান্ত যোগাযোগ। প্রায় সাত সপ্তাহ কঠোর লকডাউন দিয়ে দেশের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউজিল্যান্ড সরকার। ২৮ ফেব্রুয়ারি করোনার প্রথম সংক্রমণ শনাক্তের পর চার মাসে, দেড় হাজার মানুষ আক্রান্ত হয়েছেন দেশটিতে। মারা গেছেন ২২ জন।

নিউজল্যান্ডে ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জন মানুষকে করোনা টেস্ট করা হয়েছে। দেশটিতে ১ মিলিয়ন মানুষের বিপরীতে ৫৮ হাজার ৯৪৫ জনকে টেস্টের আওতায় আনা হয়।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply