লাদাখে চীন-ভারত সংঘর্ষ, আরও ৪ ভারতীয় সেনার অবস্থা আশঙ্কাজনক

|

লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘর্ষে আহত আরও ভারতীয় ৪ সেনার অবস্থা আশঙ্কাজনক। গত সোমবারের ওই সংঘর্ষে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জন ভারতীয় সেনার। খবর এনডিটিভি।

এরআগে সোমবার করোনার সংকটের মধ্যেই লাদাখ সীমান্তে ভারত-চীনের ভেতর কয়েকদিন ধরে চলা উত্তেজনা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও ভারতীয় বার্তাসংস্থা এএনআই’র দাবি, হামলায় ভারতের অন্তত ২০ সেনা নিহত এবং চীনের কমপক্ষে ৪০ জন হতাহত হয়েছেন।

এদিকে মঙ্গলবার রাত ১০ টার সময় লাদাখ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।

গলওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৪৫ বছর পরে ফের সেনার হামলায় মৃত্যু হলো কোনো ভারতীয় সেনার। সর্বশেষ ১৯৭৫ সালে এমন ঘটনা ঘটেছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply