রেডজোনের ম্যাপ হাতে পাননি মেয়র; পেলেই বাস্তাবায়ন

|

স্বাস্থ্য অধিদফতর থেকে রেডজোনের ম্যাপ এখনও পাওয়া যায়নি; তা হাতে পেলে ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে গুলশান-২ এর ল্যাব এইডের সামনে জো-বাইক রাইড শেয়ারিং এর উদ্বোধনী আনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাইড শেয়ারিং অ্যাপ জো-বাইকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার মানুষ জো-বাইকের এই সুবিধা নিতে পারবেন। প্রথমিকভাবে এসব এলাকার ২০টি পয়েন্টে ১০০ বাইসাইকেল দিয়ে এই রাইড শেয়ার শুরু হচ্ছে।

স্বল্প দুরত্বে গণপরিবহন ব্যবহার নিরুতসাহিত করতেই এই উদ্যোগ নেয়া হয় বলে অনুষ্ঠানে জানানো হয়। তবে মেয়র বলেন, রাইড শেয়ার শুধু উত্তর সিটিতে নয় পুরো রাজধানী জুড়েই এই কর্যক্রম ছড়িয়ে দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply