মেসিদের টপকে লা লিগায় শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদ

|

শিরোপা জয়ের পথে এখন ইদুর-বেড়াল লড়াই চলছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে। সবশেষ ম্যাচে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে আবারো টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল।

হোঁচট খেলেই টেবিলে পিছিয়ে পড়তে হবে, এমন সমীকরণ মাথায় রেখেই মাঠে নামে গ্যালাকটিকোরা। ম্যাচের ১৯ মিনিটে ভিনিসিয়াসের গোলে লিড নেয় জিদানের দল। প্রথমার্ধে ব্যবধান আরও বড় হতে পারতো। কিন্তু বেল-বেনজেমাদের শট মায়োর্কার গোলরক্ষক ফিরিয়ে দিলে হতাশ হতে হয় রিয়ালকে। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দলের ব্যবধান ২-০ করেন সার্জিও রামোস। ডি বক্সের বাইরে থেকে নেয়া তার ফ্রি কিক ঠেকাতে পারেনি মায়োর্কার রক্ষনভাগ। এই জয়ে ৩ ম্যাচে বার্সেলোনার সমান ৬৮ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। তবে হেড টু হেডে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে গ্যালাকটিকোরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply