করোনা: একদিনে আক্রান্তের সব রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

|

করোনা: একদিনে আক্রান্তের সব রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

মহামারি করোনা সবচেয়ে বেশি নাকানি-চুবানি খাওয়াচ্ছে পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্রকে। আক্রান্ত আর মৃত্যুর সব রেকর্ডে প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে দেশটি। প্রতিদিনই নতুন করে ৪০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছিল যুক্তরাষ্ট্রে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ হাজার ৫৮৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্য বলছে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫০৮ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচ লাখ ৪০ হাজার ৮৫৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৪২ হাজার ৪৮৯ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭৮ জন মারা গেছেন। দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও মৃতের হার কমেছে। এ পর্যন্ত মোট মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৯৭৯ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply