আজ নিস্পত্তি হতে পারে লা লিগার শিরোপা

|

আজ নিস্পত্তি হতে পারে লা লিগার শিরোপা। ঘরের মাঠে টেবিল টপার রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালকে হারাতে পারলে ৩৪তম লিগ শিরোপ জিতবে জিদানের দল। রিয়াল পা ফসকালে সুযোগটা কাজে লাগাতে ওসাসুনাকে হারিয়ে শিরোপা স্বপ্নটা জিয়ে রাখতে চায় বার্সেলোনা। লা লিগার ৩৭তম রাউন্ডের সবগুলো ম্যাচই আজ শুরু হবে রাত ১টায়।

সবশেষ দশ বছরে বর্সার ৭ শিরোপার বিপরিতে মাত্র ২ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। তাইতো মৌসুমের শুরুতে লিগ শিরোপাকে মূল টার্গেট ঠিক করেছিলো লস ব্লাঙ্কোসরা। লক্ষ্য পুরনের খুব কাছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালে বিপক্ষে তিন পয়েন্ট টেলেই ২ বছর পর আবারো শ্রেষ্ঠত্বের মসনদে বসবে ব্লাঙ্কোসরা।

এই ম্যাচের আগে নতুন কোন চোট সমস্যা নেই রিয়াল শিবিরে। পুরনো চোটে কেবল মাঠের বাইরে দুই ডিফেন্ডার মার্সেলো ও ন্যাচো।

চোট থেকে শতভাগ ফিট হয়ে মূল একাদশে ফিরতে প্রস্তুত দুই ফরোয়ার্ড এডিন হ্যাজার্ড ও অ্যাসেন্সিয়ো। সাথে করিম বেনজিমাতো আছেই। সবকিছু ঠিক তাকলে মাঝ মাঠে ক্যাসেমিরোর সঙ্গি হবেন টনি ক্রজ ও লুক মড্রিচ। রক্ষনের দায়িত্বে রামোস, ভারান, মেন্ডি ও কারভাহাল।

জিনেদিন জিদান বলেন, শিরোপা জিততে দুই ম্যাচে আমাদের দুই পয়েন্ট পেলেই হবে। তবে আমরা ভিয়ারিয়ালের বিপক্ষে কেবল মাত্র জয়ের লক্ষে মাঠে নামবো। এটা নিশ্চিত আমাদের প্রতিপক্ষও একই ফল চাইবে।

রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ওসমান ডেমবেলে ইনজুরি থেকে ফিরলেও এখনও ম্যাচ ফিটনেস ফিরে পায়নি। সেই সাথে হালকা ইনজুরিতে এই ম্যাচ মিস করতে পারেন আতোয়ান গ্রীজম্যান। পুরনো চোটে ভুগছেন ডি ইয়ং ও স্যামুয়েল উমতিতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply