কুড়িগ্রামে আবারও বন্যার পানি বাড়তে শুরু করেছে

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

টানা বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলের কারণে আবারও কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। তিস্তার পানি বিপৎসীমার নিচে থাকলেও ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার ফলে দুর্ভোগে রয়েছে জেলার প্রায় ৪ লাখ মানুষ। এছাড়া প্রায় ৫০ হাজার বাড়িঘর বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ কিলোমিটার সড়কপথ এবং সাড়ে ৩১ কিলোমিটার বাঁধ। এদিকে ৫টি প্রাথমিক বিদ্যালয় ভাঙনে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৩৯টি বিদ্যালয়।

টানা বন্যায় বানভাসিরা রয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের সংকটে। সরকারি-বেসরকারিভাবে ত্রাণ বিতরণ চললেও অনেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply