হজ পালন, মক্কায় পৌঁছেছেন ১০ হাজার মুসল্লি

|

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছেছেন ১০ হাজার মুসল্লি। ২৮ তারিখ থেকে শুরু মূল আনুষ্ঠানিকতা।

কঠোরভাবে করোনা স্বাস্থ্যবিধি মানতে, আগামী ৪ দিন তারা হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন। প্রবেশের আগেই, তাদের শরীরের তাপমাত্রা ও করোনার যাবতীয় উপসর্গ পরীক্ষা করা হয়। ৮ জিলহজ বাদ ফজর মুসল্লিরা রওয়ানা হবেন মিনায়। এর মাধ্যমে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।

এ বছর, করোনা মহামারির কারণে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা; দেয়া হয়েছে প্রয়োজনীয় ভ্যাকসিন। এছাড়া, হজ চলাকালে মক্কার নির্দিষ্ট এলাকাসহ মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ। নীতিমালা ভাঙ্গলে দিতে হবে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা।

সীমিত আকারের হজ আয়োজনে সৌদি নাগরিকরা ছাড়াও থাকছেন দেশটিতে বসবাসরত আরও ১৬০ দেশের মুসল্লি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply