সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ

|

সৌদি আরবসহ বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। করোনা মহামারির কারণে এ বছর ঈদগাহের পরিবর্তে মসজিদেই নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে অনেক দেশ।

সবচেয়ে বড় মুসলিম দেশে ইন্দোনেশিয়াতে, জাকার্তার আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। নামাজ শেষে, আল্লাহ্’র সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এদিকে, পবিত্র হজের নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার মুজদালিফায় রাত কাটানোর পর আজ ফজরের নামাজের পর মিনায় ফিরে শয়তানের প্রতীকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহ্’র সন্তুষ্টি লাভের আশায় আজ পশু কোরবানি দেবেন তারা।

ফিলিপাইন-মালয়েশিয়াতেও ঈদ উদযাপিত হচ্ছে আজ। মধ্যপ্রাচ্য, ইউরোপ আর আফ্রিকার দেশগুলোতেও ঈদ পালিত হচ্ছে আজ। মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও সরকার প্রধান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply