সীমিত চলাচল নিয়ন্ত্রণের মেয়াদ বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত

|

করোনার বিস্তার রোধে সীমিত চলাচল নিয়ন্ত্রণের মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয় আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জনসমাগম হয় এমন স্থানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।

একইসাথে হাট-বাজার, শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অসুস্থ কর্মীদের কর্মস্থলে উপস্থিত না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহনও চলাচলের অনুমতি দেয় সরকার। পরে এ ব্যবস্থা ৩ আগস্ট পর্যন্ত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply