তরুণদের কৃষি পণ্যের ব্র্যান্ডিং’র প্রয়ােজনীয়তা বুঝাতে প্রতিযােগিতা

|

তরুণদের মধ্যে কৃষিজাত পণ্যের ব্র্যান্ডিং’র প্রয়ােজনীয়তা তুলে ধরতেই এক অনলাইন প্রতিযােগিতার আয়ােজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ক্লাব। ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। ইডব্লিউইউ মার্কিউ প্রে ২.০ নামে পরিচালিত হওয়া প্রতিযােগিতাটি হল আন্তঃ বিশ্ববিদ্যালয় কৃষি ভিত্তিক ব্র্যান্ডিং প্রতিযােগিতার দ্বিতীয় বর্ষ।

সপ্তাহ খানেক আগে শুরু হওয়া প্রতিযােগিতাটিতে ২৪ টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে অংশগ্রহণ করেছে ১৪৬ টির বেশি দল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলাে পাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকার আর্থিক পুরস্কার।

প্রতিযােগিতার জন্য রেজিস্ট্রেশান করা যাবে ১৫ই অগাস্ট রাত ১২ টা পর্যন্ত। তার আগের বর্ষে ২৬টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে মােট ১২৫ টি দল অংশগ্রহণ করেছিল প্রতিযােগিতাটিতে। প্রতিযােগিতায় মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে যমুনা টেলিভিশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply