তৃতীয় দিনেও প্রতিবাদে উত্তাল চুয়েট, বাসচালক গ্রেফতার

|

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২ শিক্ষার্থীকে চাপা দেওয়া ঘাতক বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চালকের নাম মো. তাজুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পৌরসভার উত্তর ঘাটচেক এলাকায়।  

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জিয়ানগর এলাকায় শাহ আমানত পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন চুয়েটের দুই শিক্ষার্থী। তারা হলেন পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের তৌফিক হোসাইন। এছাড়া এই ঘটনায় আহত হন একই বর্ষের জাকারিয়া হিমু।

এ ঘটনার পর সড়কে নিরাপত্তাসহ ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সকালে চুয়েটের প্রধান ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে চলে বিক্ষোভ।

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, দিনভর সড়ক অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply