বাংলাদেশ ভিক্ষুকের জাতি নয়; খাদ্যের পর্যাপ্ত মজুদ আছে: কৃষিমন্ত্রী

|

‘বাংলাদেশ আর ভিক্ষুকের জাতি নয়; কারও সাহায্যের আশায়ও দেশ এখন বসে থাকে না। করোনা ও বন্যার মাঝেও দেশে খাদ্য শস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই সংকটের কোন আশঙ্কা নেই।’

দুপুরে জাতীয় প্রেসক্লাবে করোনার সময় চাকরি হারানো সংবাদকর্মীদের মাঝে অর্থ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমন দাবি করেন। বলেন, বিদেশীদের সকল অনুমান মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার পৃথিবীতে মাথা উঁচু করে এগিয়ে চলছে।

মন্ত্রী বলেন, দেশে এখনও স্বাধীনতা বিরোধী চক্র সক্রিয় রয়েছে। এ চক্র বিভিন্ন সময় দেশের অগ্রগতি বাঁধাগ্রস্ত করতে মরিয়া। এ সময় গুজব প্রতিহত করে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রচার করার অনুরোধও করেন তিনি।

ডিইউজে এদিন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার অর্থ গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মীর মাঝে প্রদান করে। সংগঠনটি আগামীতেও গণমাধ্যম কর্মীদের পাশে থাকার প্রত্যয়ের কথা জানায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply