হায়দরাবাদকে থামিয়ে ছয় ম্যাচ পর জয়ের মুখ দেখলো বেঙ্গালুরু

|

সানরাইজার্স হায়দরাবাদের জয়রথ থামিয়ে অবশেষে জয়ের দেখা পেল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসরে টানা ছয় ম্যাচ হারের পর এটি ফাফ ডু প্লেসিসের দলের দ্বিতীয় জয় এটি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনের একমাত্র খেলায় হায়দরাবাদের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসিস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রান তুলে থামে তাদের ইনিংস। জবাব দিতে নেমে প্যাট কামিন্সের দল থেমেছে ৮ উইকেটে ১৭১ রানে।

হায়দরাবাদকে ৩৫ রানে হারিয়ে টানা ৬ হারের পর জয়ের মুখ দেখা বেঙ্গালুরু টানা হারের বৃত্ত থেকেই বের হয়নি থামিয়েছে হায়দরাবাদের তাণ্ডবও। ১৫ এপ্রিল বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান তুলেছিল এই হায়দরাবাদ। পরের ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৬৬ রান তুলেছিল কামিন্সের দল। সেটি ছিল এবারের আইপিএলে হায়দরাবাদের ৮ ম্যাচে চতুর্থবার দ্বিশতক আর তৃতীয় ২৬০‍+ ইনিংস।

বৃহস্পতিবার নিজেদের মাঠে রান তাড়ায় আরেকবার দুইশ পার করার সুযোগ ছিল কামিন্সদের সামনে। তবে ট্রাভিস হেড–ক্লাসেনদের এদিন আগ্রাসী হওয়ার সুযোগ দেয়নি বেঙ্গালুরু। প্রথম ওভারেই উইল জ্যাকস ফেরান ‘ভয়ঙ্কর’ হেডকে। ক্লাসেন ও মার্করাম দুজনই আজ ব্যর্থ হয়েছেন। দুই ব্যাটারের ব্যাট থেকেই এসে সাত রান করে।

অন্যদিকে অভিষেক শর্মার ৩১, শাহবাজ আহমেদের ৪০ আর অধিনায়ক কামিন্সের ১৫ বলে ৩১ রানের ইনিংস এদিন জয়ের জন্য যতেষ্ট ছিল না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply