করোনার ভ্যাকসিন বাজারে আসলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে: স্বাস্থ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

করোনার ভ্যাকসিন বাজারে আসলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যে ভ্যাকসিনটি দ্রুত পাওয়া যাবে এবং সাশ্রয়ী হবে, সেটাই আগে পাওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

দুপুরে সচিবালয়ে ‘কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে তাইওয়ান সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে’ এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেকাংশে কমছে। সুস্থতার হারও ভালো। তবে আমাদের সংক্রমণ কমাতে হবে। এক্ষেত্রে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।

জাহিদ মালেক বলেন, অনেক কোভিড হাসপাতাল খালি থাকছে, এই মাসের মধ্যে কিছু কোভিড হাসপাতাল, নন কোভিড করা হবে। করোনা শনাক্তে র‍্যাপিড টেস্ট এই মুহুর্তে সরকার ব্যবহার করবেনা বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এন্টিজেন সীমিত আকারে ব্যবহার করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply