৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত মারা গেছেন

|

মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম আর নেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি মারা যান।

মেজর জেনারেল (অব.) সি আর দত্ত’র মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত সপ্তাহে ফ্লোরিডায় মেয়ের বাসায় বাথরুমে পড়ে যান সি আর দত্ত। তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন ৯৩ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চিত্ত রঞ্জন দত্ত ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।

চিত্ত রঞ্জন দত্ত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের প্রথম ডাইরেক্টর জেনারেল। ১৯৭৯ সালে বিআরটিসি’র চেয়ারম্যান হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply