দুর্নীতির অভিযোগে সৌদি প্রতিরক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ পদে ছাঁটাই

|

দুর্নীতির অভিযোগে সৌদি প্রতিরক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ পদে ছাঁটাই

সৌদি আরবে, রাজপরিবারের দুই সদস্যসহ ছয়জন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন বাদশাহ সালমান। ডিক্রি জারি করে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে প্রিন্স ফাহাদ বিন তুর্কি এবং তার ছেলে আব্দুলআজিজ বিন ফাহাদকে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে কাজ করছিলেন ফাহাদ বিন তুর্কি। তার ছেলে ছিলেন উপ-গভর্নর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আর্থিক অব্যবস্থাপনা এবং দুর্নীতির সাথে জড়িত সন্দেহে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। চলছে তদন্তও। একে ক্ষমতা পাকাপোক্ত করতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তৎপরতার অংশ বলে মনে করছেন সমালোচকরা।

চলতি বছরই বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুলআজিজ এবং সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফসহ গ্রেফতার হন রাজপরিবারের প্রভাবশালী তিন সদস্য। ২০১৭ সালে, যুবরাজ সালমানের নির্দেশে দুর্নীতি দমন অভিযানে আটক হন রাজপরিবারের অনেক সদস্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply