প্রকল্প ব্যয়ে ‘ফুটানি ফ্যাশন’ বন্ধ করা হবে: পরিকল্পনামন্ত্রী

|

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রকল্প পাস মানেই যা পেয়েছেন তা ই‌চ্ছেমতো ব্যয় করবেন, সেটা হবে না- বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থি‌তিতে সুনামগঞ্জের সাংবাদিকদের দেওয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প পাস হলে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা মানতে হবে। তার (প্রধানমন্ত্রী) কথা হলো অহেতুক অপচয়, বাড়াবাড়ি, ফুটানি ও ফ্যাশন বন্ধ করতে হবে। প্রতিটি টাকা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করতে হবে। তবে উন্নয়নে যাতে গতি না কমে সেদিকেও খেয়াল রাখতে হবে।

সুনামগঞ্জ প্রেসক্লাব সার্কিট হাউস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার ২৯জন সাংবাদিককে দুই লাখ ৯০ হাজার টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী হাওর এলাকার প্রতি অত্যন্ত আন্তরিক। হাওর এলাকা একসময় অন্ধকারে ছিলো। আড়ালে-লুকানো ছিলো। শেখ হাসিনা হাওর এলাকাকে উন্নয়নের মাধ্যমে আলোয় নিয়ে এসেছেন। হাওর এলাকার মানুষের যোগাযোগের জন্য ফ্লাইওাভার হবে। এটি প্রধানমন্ত্রীর চিন্তার ফল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply