শতভাগ নিশ্চিত না হয়ে কোনো ভ্যাকসিনের অনুমোদন নয়: ডব্লিউএইচও

|

কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে শতভাগ নিশ্চিত না হয়ে কোনো ভ্যাকসিনের অনুমোদন দেবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, ভ্যাকসিন পাওয়া গেলে শুরুতে বৃদ্ধ ও স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দিতে হবে।

তেদ্রোস আধানম বলেন, করোনা ভ্যাকসিন তৈরির অনেকগুলো চেষ্টাই খুব ইতিবাচক অবস্থায় আছে। তবে, শতভাগ নিরাপদ প্রমাণিত হওয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো ভ্যাকসিনকে অনুমোদন দেবে না। এর মানে এটা নয় যে, আমরা ভ্যাকসিনকে নিরুৎসাহিত করছি। ভ্যাকসিনের সহায়তায়ই স্মলপক্স ও পোলিও’র বিরুদ্ধে সাফল্য এসেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply