মোমেন-জয়শঙ্কর ফোনালাপ; জেসিসি বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত

|

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে  টেলিফোনে আলাপ হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের। সোমবার দুপুর ১টার দিকে এ ফোনালাপ হয় বলে যমুনা নিউজকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এর আগে, এ বিষয়ে টুইট করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

টুইটারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে উষ্ণ আলোচনা হয়েছে। দু’দেশের যৌথ পরামর্শ কমিশন (জেসিসি) বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। আমাদের নেতাদের লক্ষ্য অনুযায়ী আমরা তা বাস্তবায়নে একযোগে কাজ করে যাবো।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনও উষ্ণ আলোচনার বিষয়টি উল্লেখ করে যৌথ কমিশন মিটিংয়ের ব্যাপারে একমত হওয়ার কথা জানান। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এই বৈঠকগুলো ভার্চুয়ালি হতে পারে।

জানা গেছে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরে জেসিসি বৈঠক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply