কারওয়ান বাজার মাছের আড়তে র‍্যাবের অভিযান

|

কারওয়ান বাজার মাছের আড়তে র‍্যাবের অভিযান

রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল সাড়ে ৮টায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

সারওয়ার আলম জানান, মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বলে গোপন তথ্য পাওয়া গেছে। এছাড়া মাছের শরীরে বিভিন্ন রং ব্যবহার করারও অভিযোগ আছে।

তিনি আরও বলেন, কারওয়ান বাজারে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি, অস্ট্রেলিয়ান মাগুর বিক্রিসহ ক্ষতিকর রং দিয়ে মাছ বিক্রির অভিযোগে ৫ জন মাছ বিক্রেতাকে ১ থেকে ৩ মাস মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযান চলমান আছে।

এছাড়া অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply