শাহজালাল বিমানবন্দরে ১ কেজির স্বর্ণেরপ্লেটসহ জেদ্দাফেরত যাত্রী আটক

|

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকার বি শিফট ও প্রিভেন্টিভ টিমের সহযোগিতায় প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের প্রায় ১ কেজি গোল্ডপ্লেটসহ জেদ্দা থেকে আগত যাত্রীকে আটক করা হয়েছে।

কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত বি শিফট কর্মকর্তাগণ ও প্রিভেন্টিভ টিমের সদস্য বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে আনুমানিক বিকাল ৩.৩০টায় জেদ্দা থেকে আগত ফ্লাইট নং-SV-৩০০৮ এর যাত্রী খোরশেদ আলমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়।

তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভিতরে থাকা ইলেকট্রিক হট প্লেটের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি গোল্ডপ্লেট পাওয়া যায়, যার ওজন ১ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply