কক্সবাজারে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনএইচসিআর’র সহায়তা প্রদান

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

ইউএনএইচসিআর-এর আর্থিক সহায়তায় উখিয়া ও টেকনাফ উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই অর্থ সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ১৬ হাজার পরিবারের মাঝে ৪ হাজার ৫ শত টাকা করে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৬ হাজার ৮শত ব্যক্তিকে মাসিক ৫শত থেকে ৭শত টাকা করে বছরব্যাপী নগদ অর্থ দেয়া হবে।

এ উপলক্ষে আয়োজিত জুম মিটিং-এ আরও বক্তব্য রাখেন ইউএনএইচসিআর-এর কক্সবাজার হেড অব মিশন মারিন ডিন কাইদুমছাই, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ফিরোজ সালাহ উদ্দিন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply