ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষর সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের

|

ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষর করলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ঐতিহাসিক এ চুক্তিকে মধ্যপ্রাচ্যে ‘শান্তির নতুন ভোর’ বলে অভিহিত করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত হয় চুক্তিস্বাক্ষর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দু’টি আলাদা চুক্তিতে সই করেন, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি। তিন নেতার সাথে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভবিষ্যতে অন্যান্য আরব দেশগুলোও শান্তির পথ অনুসরণ করবে বলে আশাবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

সৌদি আরবও যুক্ত হতে পারে এ তালিকায়, সাংবাদিকদের এমন ইঙ্গিতও দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply