বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু

|

নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। ফাইল ছবি।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও নিহত আবরারের বাবা বরকত উল্লাহ।

এর আগে ২০ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন মামলার বাদী আবরারের বাবা অসুস্থ হওয়ায় রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply