আরএমপি’র গোয়েন্দা শাখার ৩৮ সদস্যকে একযোগে বদলি

|

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ৩৮ জন সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এছাড়া মহানগর পুলিশের ৪ জন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারকেও রদবদল করা হয়েছে।

মোট ৪২ জন পুলিশ সদস্যকে বদলির বিষয়টি মঙ্গলবার বিকেলে মহানগর পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। এর আগে সোমবার রাতে গোয়েন্দা পুলিশের হাজতখানা থেকে হেরোইনসহ আটক একজন পালিয়ে যায়। এনিয়ে আরএমপিতে তোলপাড় শুরু হয়।

পুলিশের ভাষ্যমতে, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম শুভ। তার বাড়ি নগরীর পঞ্চবটী খড়বোনা এলাকায়। বাবার নাম সেলিম। বিকালে নগরীর হাদির মোড় এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ শুভকে আটক করেছিল ডিবি পুলিশ। কিন্তু সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে অভিযান শুরু করে ডিবিসহ আরএমপির বিভিন্ন থানার পুলিশ।

এদিকে, খবর পেয়ে ওই রাতেই আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে যান। হেফাজতে থাকা মাদক মামলার আসামি এভাবে পালিয়ে যাওয়ায় তিনি দায়িত্বরতদের তিরস্কার করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply