রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লিসহ যন্ত্রাংশ মোংলা বন্দরে, খালাস শুরু

|

বাগেরহাট প্রতিনিধি:

পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটরসহ আনুষঙ্গিক যন্ত্রাংশ মোংলা বন্দর থেকে খালাস শুরু হয়েছে।

‘এমভি ডাইসি’ নামক জাহাজটি ২ হাজার ৩৫৫ মেট্রিক টন ওজনের পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটর রাশিয়ার ভলগা বন্দর থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে মোংলা বন্দরে পৌঁছায়।

বুধবার সকাল থেকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটসহ আমদানিকৃত আনুষঙ্গিক যন্ত্রাংশ খালাস শুরু হয়। সড়ক পথে আজ বিকাল থেকে বোঝাইকৃত ট্রাকগুলো পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটসহ আনুষঙ্গিক যন্ত্রাংশ রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশে পাঠানোর কাজ শুরু হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এ তথ্য নিশ্চিত করে জানান, শুধু সড়ক পথ নয়, নদী পথেও খালাসকৃত পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটসহ আনুষঙ্গিক যন্ত্রাংশের একটি বড় অংশ রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশে পাঠানো হবে।

আগামী ৫ নভেম্বরের মধ্যে ২ হাজার ৩৫৫ মেট্রিক টন ওজনের পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটরসহ সব যন্ত্রাংশ খালাস করে ‘এমভি ডাইসি’ নামক জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply