এবার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সুদান ও ওমান

|

আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সুদান ও ওমান। শুক্রবার মিশর, জর্ডান, আরব আমিরাত ও বাহরাইনের পর ৫ম আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় সুদান। সেইসাথে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন সরকারের মধ্যস্থতায় ওমানের সাথেও সম্পর্ক স্বাভাবিক করার কথা জনায় ইসরায়েলি গণমাধ্যম।

সুদানের এই ঘোষণাকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার সুদানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ওমর গামারেলদিন জানান, অস্থায়ী সরকার ইসরায়েলের সাথে সুদানের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। সংসদে এ সংক্রান্ত প্রস্তাব পাশ হলেই সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হবে।

ইসরায়েলি কূটনীতিকরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরপরই দেশটির নতুন সরকারের মধ্যস্থতায় ওমান শীঘ্রই ইসরায়েলের সাথে তার সম্পর্ক স্বাভাবিক করবে। তবে ইসরায়েলি গণমাধ্যমের এমন প্রতিবেদনের প্রেক্ষিতে ওমান সরকার কোন প্রতিক্রিয়া দেখায়নি।

তবে এরআগে, আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছিল ওমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply