ফল খেতে এসে ফাঁদে আটকা পড়লো বিলুপ্তপ্রায় গন্ধগোকুল

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ফল চুরি করে খেতে গিয়ে আটকা পড়লো বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুল। রোববার ভোরে ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর গ্রামের ইফতেখার আলমের বাড়িতে আটকা পড়ে প্রাণিটি।

ইফতেখার আলমের ছেলে আব্দুল আজিজ জানায়, ইঁদুর ধরার জন্য কিছু ফল এনে খাঁচায় রাখা হয়েছিল, সেই ফল খেতে গিয়ে খাঁচাতে আটকা পড়ে এটা। পরে তারা বন বিভাগকে খবর দিলে উপজেলা বন বিভাগের কর্মীরা এই প্রাণিটিকে নিরাপদ জায়গাতে ছেড়ে দেয়।

বন বিভাগ কর্মী আব্দুর রহিম জানান, প্রাণীটি ক্ষতিকর নয় আর এটি বিলুপ্ত হওয়ার পথে। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। ধূসর রঙের লম্বা লেজধারী এই প্রাণিটির অন্ধকারে অন্য প্রাণির গায়ের গন্ধ শুঁকে চিনতে পারার অসাধারণ ক্ষমতা রয়েছে। এরা প্রায় পোলাও চালের মতো তীব্র গন্ধ ছড়িয়ে থাকে।

গন্ধগোকুল নিশাচর স্তন্যপায়ী প্রাণী। স্থানীয়ভাবে এটি ‘তাল খাটাশ’, ‘ভোন্দর’, ‘নোঙর’, ‘সাইরেল’ বা ‘গাছ খাটাশ’ নামে পরিচিত। একসময় এর শরীরের গন্ধ উৎপাদনকারী গ্রন্থি থেকে নিঃসৃত রস সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply