একজনের করোনা শনাক্তের পর ৪৭ লাখ মানুষকে পরীক্ষা

|

একজনের করোনা শনাক্তের পর ৪৭ লাখ মানুষকে পরীক্ষা

একজন ব্যক্তির করোনা শনাক্ত হওয়ায় পুরো শহরকে পরীক্ষার আওতায় আনা হয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবর- বিবিসি।

চীনা শহর কাশগড়ের মোট জনসংখ্যা ৪৭ লাখ। শহরটির সব অধিবাসীদের করোনা পরীক্ষা চালানো হচ্ছে। কাশগড়ে প্রথম এক নারীর উপসর্গহীন করোনা শনাক্ত হয় বলে চীনা কর্তৃপক্ষ জানায়। ওই নারী শহরে উপকণ্ঠের একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। রুটিন পরীক্ষায় ওই নারীর করোনা ধরা পড়ে।

এরপর শহরটির সব বাসিন্দার করোনা পরীক্ষা করা হচ্ছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়। এর মধ্যে শহরটির স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া অধিবাসীদের শহর ত্যাগের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ।

শহর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার তারা শহরে গণহারে করোনা পরীক্ষা শুরু করে। পরীক্ষায় আরও ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে কোনো ধরনের উপসর্গ ছিল না।

রোববার বিকেল নাগাদ কাশগরের ২৮ লাখের বেশি মানুষের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী দুই দিনের মধ্যে পুরো শহরের করোনা পরীক্ষা সম্পন্ন হবে।

গত ডিসেম্বরে চীনা শহরটিতে থেকে প্রাণঘাতী ভাইরাসটি পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে চীন জুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও কিছু জায়গায় ছোট আকারে সংক্রমণ দেখা যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply