আজ থেকে বাংলাদেশ দলে ফিরতে আর বাধা নেই সাকিবের

|

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আজ থেকে বাংলাদেশ দলে ফিরতে আর বাধা নেই সাকিব আল হাসানের। গত বছরের ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত থাকায়।আজ বৃহস্পতিবার থেকে সেটি উঠে যাচ্ছে। ফলে আবারও সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে আবারও দল নির্বাচনের জন্য পাওয়া যাবে।

সাকিবের অপরাধ ছিল, তিন বার বাজিকরের কাছ থেকে প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে জানাননি তিনি। সেই অপরাধে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে বাহিরে সাকিব। যেটা ছিল বাংলাদেশের জন্য একটা বজ্রাঘাতের মতো ব্যাপার। ২০২০ সালে বাংলাদেশের এক গাদা ম্যাচ খেলার কথা ছিল। সেই সময়টা সাকিবকে ছাড়া পাড়ি দেওয়ার সম্ভাবনাই আতঙ্কিত করেছিল সবাইকে। অবশ্য সাকিবকে ছাড়া খুব বেশি ম্যাচ খেলতে হয়নি বাংলাদেশকে। করোনা এসে সবাইকেই মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে।

সাকিব অক্টোবরে নিষিদ্ধ হওয়ার আগে শেষ ম্যাচ খেলেছিলেন ২১ সেপ্টেম্বর; আফগানিস্তানের বিপক্ষে। সে ম্যাচেও ৭০ রানের ইনিংস খেলেছিলেন। এরপর বাংলাদেশ ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি টি-টুয়েন্টি, ৪টি টেস্ট এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছে। ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে করোনার কারণে খেলাধুলা একেবারেই স্থগিত হয়ে আছে। এখন বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply