দেড় বছর বয়সী শিশুর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে দ্বায়িত্বহীনতার অভিযোগ

|

রাজশাহীতে চিকিৎসকের দ্বায়িত্বহীনতায় দেড় বছর বয়সী শিশু মুনতাহারের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর মহিষবাথান এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই শিশুর মা রেহেনা পারভীন।

তিনি বলেন, মুনতাহার অমবিলিক্যাল হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে ২৯ অক্টোবর বিকাল ৩টায় রাজশাহী রয়্যাল হাসাপাতালে ভর্তি হয়। পরদিন দুপুর আড়াইটায় চিকিৎসক ডা. সৈয়দ সিরাজুল ইসলাম মুনতাহার অপারেশন করেন।

অপারেশন পর রোগীকে সংকটাপন্ন অবস্থায় ওয়ার্ডে রাখা হয়। বারবার বলা হলেও সংশ্লিষ্ট ডাক্তার বা অন্য কোন অ্যাটেন্ডেট ভিজিটে আসেনি। পরদিন সকাল ৭টায় পুনরায় রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় চিকিৎসক। সেখানে তার মৃত্যু হয় তার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply