New Ukrainian President Volodymyr Zelenskiy took his oath of office and delivered an inaugural speech in which he announced the dissolution of parliament in Kiev
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বৃহস্পতিবার, প্রেসিডেন্সিয়াল দফতর নিশ্চিত করে এ তথ্য।
গেলো সোমবার, নমুনা পরীক্ষায় প্রেসিডেন্টের শরীরে মিলে কোভিড নাইনটিন। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও, শারীরিক অবস্থা স্থিতিশীল প্রেসিডেন্টের। তার সংস্পর্শে থাকা অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ উপদেষ্টাও করোনা আক্রান্ত। মহামারির বিস্তার ঠেকাতে, চলতি সপ্তাহেই দেশজুড়ে লকডাউনের পক্ষে রায় দেয় মন্ত্রিসভা।
সেপ্টেম্বর থেকেই করোনাভাইরাসের ‘সেকেন্ড ওয়েভ’ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি। দৈনিক ১০ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে ইউক্রেনে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ, প্রাণ হারিয়েছেন ৯ হাজারের বেশি মানুষ।
Leave a reply