বগুড়ায় ব্যবসায়ী হত্যা: তিন জনের ফাঁসির আদেশ

|

বগুড়া ব্যুরো:

বগুড়ায় বালু ব্যবসায়ী হযরত আলী মণ্ডল হত্যা মামলায় তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না মেলায় মামলা থেকে বগুড়া পৌরসভার কাউন্সিলর জহুরুল ইসলাম মণ্ডলসহ পাঁচ জনকে অব্যহতিও দেন আদালত।

বগুড়া জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল মতিন জানান, ২০১৭ সালের এপ্রিলে শহরের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে খুন হন ওই এলাকার বাসিন্দা হযরত আলী মণ্ডল। তিনি গত পৌর নির্বাচনে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীও ছিলেন। হত্যাকাণ্ডের পর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলামসহ আট জনকে আসামি করে তার মা মেরিনা বেগম থানায় মামলা করেন।

অ্যাডভোকেট মতিন আরও জানান, মঙ্গলবার বিকেলে মামলার রায়ে আদালত আট আসামির মধ্যে মারুফ রায়হান মিলন, মানিক এবং সাঈদীকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত কাউন্সিলর জহুরুল ইসলাম মণ্ডলসহ বাকি আসামিদের মামলা থেকে অব্যহতির আদেশও দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply