ধর্মের কারণে সরকারি চাকুরীজীবীদের হুমকি দেয়াকে অপরাধ গণ্য করে ফ্রান্সে নতুন আইন

|

ছবি: ইন্টারনেট।

ধর্মীয় মতপার্থক্যের জেরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো বা হুমকি দেয়াকে অপরাধ গণ্য করে, নতুন আইন পাশ করতে যাচ্ছে ফ্রান্স।

এরই মধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে বলে বুধবার নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি। যদিও মন্ত্রিসভায় এটি উপস্থাপন করা হবে ৯ ডিসেম্বর। কারো নিরাপত্তায় ঝুঁকি তৈরি করার মতো ব্যক্তিগত তথ্য বা তাকে শনাক্ত করার মতো তথ্য প্রকাশও অপরাধ বিবেচিত হবে এ আইনে।

গেলো মাসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে, শিক্ষকের শিরশ্ছেদের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হচ্ছে এ আইন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply