মোহাম্মাদ সালাহ ফের করোনা পজেটিভ

|

লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মাদ সালাহ দ্বিতীয় বারের মত করোনা পজেটিভ হয়েছেন। সালাহ’র শরীরে করোনার কোনো উপসর্গ না থাকলেও দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার ঠিক আগে তার শরীরে করোনাভাইরাসের সন্ধান মেলে।

বুধবার মিশর ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সালাহ ফের করোনা টেস্ট করিয়েছেন। তবে এবারও রিপোর্ট পজেটিভ এসেছে। গত সপ্তাহে দেশের হয়ে আন্তুর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করতে গিয়ে ছিলেন লিভারপুল তারকা। আইসোলেশনে থাকা সালাহ মিস করতে পারেন লেস্টার সিটি ও আটালান্টার বিপক্ষে ইংলিশ লিগের দুই ম্যাচ।

উল্লেখ্য, ২০১৭ সালে জনপ্রিয় ক্লাব লিভারপুলে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত সালাহ জনপ্রিয় ব্রিটিশ ক্লাব চেলসি, ইটালীয় ক্লাব ফিওরেন্টিনা এবং আরেকটি ইটালীয় ক্লাব রোমা’র হয়ে খেলেছেন। এর পাশাপাশি তিনি ২০১১ সাল থেকে মিশরীয় জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করে আসছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply